recent

আমি নির্ভীক দ্বিধাহীন হয়ে মৃত্যু থেকে মহাশশান পর্যন্ত নিজকে সঁপি তোমার সুখাসীন আঙ্গিনায় তীব্র মোহ নির্দয় পথে সমাসীন করে তোমা...

উচ্ছ্বাসিত জীবন সমুদ্র


আমি নির্ভীক দ্বিধাহীন হয়ে
মৃত্যু থেকে মহাশশান পর্যন্ত
নিজকে সঁপি তোমার সুখাসীন আঙ্গিনায়
তীব্র মোহ নির্দয় পথে সমাসীন করে
তোমার উর্মি মুখরিত উন্মক্ত জীবন স্রোতে
আমাকে খুঁজে ফিরি
কখনো বা খুঁজে পাই
কখনো বা হারাই
তবুও তোমাতে নিত্যবসবাস
তোমার সহযাত্রী তোমারই সহচর
তোমার লজ্জাশোভিত রক্তিম মুখে সৌন্দর্যের শশী ছন্দোবদ্ধ হয়
ভয় আর নম্র ভালোবাসার শুভ্র রূপ আমাকে আচ্ছন্ন করে
কিন্তু আমি নির্ভয়; তোমার অন্তর্যামী সংগীত সুরে
অনন্তকাল তোমার অলকে বাঁধনহারা
মুক্তির দুয়াড়ে দাঁড়িয়ে বিজয় অভ্যুত্থান তোমায় ঘিরে
তোমার হৃদয় হরিৎ উপত্যকায়
অন্তিম সুরে বাজানো বাঁশি
আমার আদিসৃষ্ট প্রেমান্ধ হৃদয় সত্ত্বাকে করে তোমার ভালোবাসাস্নাত
আর বৃষ্টি ক্লান্ত আষাঢ় সন্ধ্যায়
তোমার নিভৃতনিলয় সুখের নীলাম্বরে আলোর স্ফুলিঙ্গ
আমার চেতনায় বিমূর্ত, চিরঞ্জীব।
বক্ষমাঝে তোমার অচেনা তরীর অবগাহন
সযত্নে শীতল করে দেয়-
আমার উচ্ছ্বাসিত জীবন সমুদ্র।
আমি তার’ই মাঝে নীল, বর্ণিল।
আমি তার’ই মাঝে গাঢ়, তোমাতে অমলিন।

0 comments: