তোমাকে নিয়ে একটি কবিতা
লিখব বলে
কত রাত্রি বিনিন্দ্র
কাটিয়েছি
কত কাগজ নষ্ট করেছি
কত স্বপ্নের চুরান্ত রূপ
দিতে ব্যর্থ হয়েছি
খুঁজে পাইনি তোমাকে উপমিত
করার ভাষা
আমি খুঁজে পাইনি; তোমার
স্বরূপ উন্মোচন করার শব্দ
শুধু বৃথা আস্ফালন; আমি
তা মনে করে না
আমার অখ্যাত শব্দ সমষ্টি,
ছন্দহীন প্রলাপ
ত্রুটিপূর্ন রচনা,
বাকরুদ্ধ চিৎকার
তা’ই উপস্থাপন করবে তোমার
মহত্ত্ব
তুমি মহানির্বান।
আমি ধর্ম-বর্ন-সংস্কৃতি
জলাঞ্জলি দিয়ে
শুধু খুঁজেছি তোমায়-
তোমার পরাগে কয়েকটি
অখ্যাত শব্দের চিত্র আঁকব বলে
আমি জানি;
সে চিত্র মুছে ফেলার মতো
নয়।
ঝড়ের দিনে সন্ধ্যা আকাশে
যখন চির ধরে বিদ্যুৎ চমকায়
যেন মনে হয় আকাশের চিড়
ধরা অংশ ফেটে
সর্গের কিছু অচেনা আলোক
রশ্মি বেরিয়ে এসেছে
এ বসুন্ধরাকে নব বসুধার
রূপ দিবে বলে
সেই রশ্মিও তোমার
সংস্পর্শে ব্যর্থ
কিন্তু আমি ব্যর্থ নই;
কেননা আমার ক্ষুদ্ধ হিয়ার
কাতরতা
শুধু তোমার জন্য
তোমার হৃদয়ে শুধু একটিবার
অবগাহন করব তাই
মানুষ যখন ভালোবাসায় নিজ
চৈতন্য বিসর্জন দিয়ে
বহু ক্রোশ হেঁটে
উন্মাদ্যকে বরণ করে নেয়
তখন তোমার আঁচল ছায়ায়
তৃষ্ণান্ত প্রানের মননশীল জীবনের নবরূপায়ন ঘটে
তোমার বিস্তর সব কাল্পনিক
বর্ননা ভূয়সী শ্লেষাত্নক
তুমি সৃষ্টির আদি লগ্নে
ফুটে উঠা পুষ্প
তোমার ঘ্রানে মৌমাছি
হারায় তার গতিপথ
ভ্রমর হারায় তার সুর
অম্রকাকন ভূ-তে এসে গড়াগড়ি
খায় শির নত করে।
0 comments: