আজ,
আকাশে-মেঘে প্রেম, সাগর-নদীতে প্রেম
শ্বাপদ-অরণ্যে প্রেম, ঝর্না-গিরিতে প্রেম
আচ্ছা, প্রেমে পড়লে কি হয়?
মানুষ বোকা হয়
খনিকের জন্য অবসর পেলে স্বপ্নলোকে হারায়
পৌষের শীতে চিলেকাঠে উষ্ণতা খোঁজে না
গান গায়, একা একা কথা বলে
ছবি আঁকে, কবিতা লিখে।
প্রেমে পড়লে-
নতুন সৌন্দর্যানুভূতির জন্ম হয়
সদ্য প্রসবজাত সৌন্দর্যানুভূতি
যাকে একটু ছোঁয়ে দিলে নষ্ট হওয়ার আশঙ্কা খুব।
প্রেমে পড়লে-
হৃদয়ে ক্ষরণ হয়, মনে প্লাবন হয়
রংধুন আপাদমস্তক রঙ মেখে যায়
চোখে ঘুম আসে না
ক্লান্তিরা জলপ্রপাত দেখার অবকাশে যায়।
প্রেমে পড়লে-
সূর্যের বুকে একবার হানা দিতে মন চায়
মেঘমালায় ভেসে বেড়ানোর ইচ্ছা জাগে
মাঝ নদীতে ঝড়ের আতঙ্ক- শঙ্কিত করে না।
প্রেমে পড়লে-
পাখির কুহতান ভালো লাগে, ভালো লাগে জনমানবের কোলাহল
কারখানার শব্দে আর বিরক্তি আসে না
আকাশ-কুসুম স্বপ্ন শালিকের মতো এসে ভিড় করে;
মনের জানালায়।
প্রেমে পড়লে-
ফুল ভালো লাগে, ভালো লাগে ভ্রমরের গুঞ্জন
ঝি-ঝি পোকার চিৎকার, জোনাকীর আলো
ভালো লাগে রাখালের বাঁশির সুর
ভালো লাগে শিশির ভেজা নির্মল ভোর।
প্রেমে পড়লে-
মানুষ অবচেতন হয়
বিভোর থাকে কল্পনা রাজ্যে
ভালো লাগে নিজকে ঈশ্বরের নিকট সঁপে দিয়ে করিতে আরাধনা
ভালো লাগে উন্মুক্ত রাস্তায় উলঙ্গ শিশুর উন্মাদনা।
আচ্ছা প্রেমে পড়লে আর কি হয়?
প্রেমে পড়লে-
হৃদয়ে বর্ষা আসে, মনেতে জোয়ার আসে
জ্যোৎস্না আসে, উত্তরের মৃদু হিম শীতল বাতাস আসে
নবান্ন আসে, পিঠা-পুলির উৎসব আসে
জ্ঞান আসে, ধ্যান আসে।
প্রেমে পড়লে-
কয়েদীরা কারাগার ছেড়ে পালায়
জলদস্যু যজ্ঞ করে
ফাঁসির মঞ্ছে দাঁড়িয়ে হাসিতে হাসিতে
চোখ বেয়ে জল পরে।
প্রেম পড়লে-
বাবুই পাখির কুঁড়ে ঘরের দিকে তাকিয়ে
অনন্তকাল কাটিয়ে দেওয়া যায়।
বারবার মৃত্যু হলেও
এ হৃদয় এ দেহে থেকে যায়।
প্রেমে পড়লে-
শহরের বর্নহীন নিস্তেজ পত্রপল্লব প্রাণবন্ত মনে হয়
ঢেউয়ের তোড়ে নৌকর গুলয়ে দাঁড়িয়ে দোল খেতে
মনে লাগে না কোন ভয়।
আষাঢ়ের বৃষ্টিতে অবিরত ভিজে শরীরে আসে না জ্বর
কোনো অশুভ শক্তি এসে করিতে পারে না;
সমস্ত গাঁ জুড়িয়ে ভর।
প্রেমে পড়লে-
মৃত কৃষ্ণচূড়া গাছে ফুল ফোটে
গাঢ় টকটকে লাল ফুল
রজনীগন্ধারা দিনের বেলায় সুভাস ছড়ায়
বকুল তলার স্যাঁতস্যাঁতে মাটি
শীতলপাটি হয়ে যায়।
প্রেমে পড়লে-
একাকীত্ব ভালো লাগে
জ্যোৎস্না শোভিত রাত্রিতে নৌকর ছাউনির নিচে বসে
চাঁদ দেখতে ভালো লাগে।
নদীর শান্ত-উদার জয়ধ্বনি মন কাড়ে।
প্রেমে পড়লে-
হৃদয়ে জীবনানন্দ আসে, মনেতে রবী বাবু আসে
ভূ-মধ্যসাগরের জল আসে, আগ্নেয়গিরির বল আসে
শুদ্ধতা আসে, মুগ্ধতা আসে
মান আসে, অভিমান আসে।
প্রেমে পড়লে-
দেহ শীর্ন হয় না
শ্বেত রক্তকনিকা রোগ্ন হয় না
কন্ঠসুর রুদ্ধ হয় না
ষড়রিপুতে যুদ্ধ হয় না।
প্রেমে পড়লে-
সমস্ত গাঁ জুড়ে যদিবা থাকেও গয়না
হাজারো বিশেষণে- “প্রেম” বিশেষায়ন হয় না।
আচ্ছা,প্রেমে পড়লে কি আদৌ কিছু হয়?
হ্যাঁ, হয়-
বিশেষণের বিশেষায়নের
অতিশায়ন।
0 comments: