তুমি অদ্বিতীয়া, তুমি
আয়তলোচনা।
নিরুপায় দৃষ্টি
প্রদক্ষিণরত তোমার চারপাশ
সিংহবাঘ হৃদয়ের একচ্ছত্র
অধিপতি তুমি
অসামান্য তুলনাহীনা।
তুমি সহস্র বছরের দক্ষিনা
দুয়ারের কৌতূহল
তুমি সদ্যোজাত প্রানের
অনন্ত জীবনের আহ্বান।
ফুটন্ত রজনীগন্ধার আকাশ
ছোঁয়া হাসি
তুমি কবি কণ্ঠের অযুত
বন্দনা বারমাসি।
তুমি উন্মাদ যৌবনের প্রখর
মোহ;
সাজ বেলায় শৈবালদামের
স্বচ্ছ জলের স্নান
তুমি বাষ্প রূপের উদার
বৃত্তান্ত
সজ্জিত কলরবের স্পন্দিত
মূর্ছনার খেয়া
অপরাহ্ণের বৃষ্টিধারার
গন্ধোচ্ছাস
তুমি যুগান্তরের বসন্ত
পরশের মোহিত শ্বাস।
তুমি আবৃত মোহের উজ্জ্বল
ধ্বনির ঐক্যতান
বসন্তের
পত্র-পল্লব-সমীরণের সরসী গান।
0 comments: