হে প্রিয়া, আমি তোমায় ভুলে যাবো
কিন্তু ভুলতে পারব না- সে স্থান;
যে স্থানে আমি ভূমিষ্ঠ হয়ে গড়াগড়ি খেয়েছি
যে কোলে আমি পরম আদরে খেলা করেছি
যে উদরে আমি পরম উষ্ণতায় ঘুমিয়েছি।
হে প্রিয়া, আমি তোমায় ভুলে যাবো
তবু ভুলতে পারব না- সে চুমো;
যে চুমো মায়ের গর্ভে বাবা আমাকে দিয়েছে
যে সোহাগ আমার আবির্ভাবের পূর্বে-
অনাত্মীয়রা আমার মমতাময়ীকে দিয়েছে
আমি কি করে ভুলি- সে ব্যথা
যে ব্যথায় আমার মা অবিরত কেঁদেছে
তবুও স্নেহের এতটুকু কমতি হয়নি আমার
বরং ব্যথার নির্ঘুম রাতে-
আমিই স্বপ্ন ছিলাম।
হে প্রিয়া আমি তোমায় ভুলে যাবো
কিন্তু ভুলতে পারব না- আমার আগমনকে ঘিরে সে স্বপ্ন;
যে স্বপ্ন আমার মা সর্বাগ্রে দেখেছে
আমার বাবা যে স্বপ্নের জাল বুনেছে
আমার দিদি যে স্বপ্নের প্রচারে বেরিয়েছে।
তারপরই’ত আমি; তোমার ভালোবাসা
কি করে ভুলি তাদের দান?
কি দিয়ে দেব তাদের প্রতিদান?
আমি বরং তোমাকে ভুলে যাই।
কেমন?
0 comments: