recent

তোমার ভালোবাসায় পাগল হয়েছে সন্ন্যাসী তোমার ভালোবাসায় হেসে খেলে জীবন কাটায় অনেকেই। তোমার ভালোবাসায় নিজের বক্ষে জন্মাতে দিল পরগাছা ...

তোমার ভালোবাসা


তোমার ভালোবাসায় পাগল হয়েছে সন্ন্যাসী
তোমার ভালোবাসায় হেসে খেলে জীবন কাটায় অনেকেই।

তোমার ভালোবাসায় নিজের বক্ষে জন্মাতে দিল পরগাছা ঐ বৃক্ষটি
তোমার ভালোবাসায় কবর থেকে উঠে আসল অতৃপ্ত আত্নাটি।
তোমার ভালোবাসায় পাড়ার বেকার ছেলেটি হল চাকুরীজীবী
তোমার ভালোবাসায় বুদ্ধি হারাল বুদ্ধিজীবী।
তোমার ভালোবাসায় ব্যাক বেঞ্চের স্টুডেন্টটি হল দার্শনিক
তোমার ভালোবাসায় তোমার মামাত ভাই হল মহাসৈনিক।
তোমার ভালোবাসায় নামাযী ছেলেটি হল বখাটে
তোমার ভালোবাসায় চায়ের দোকানে বসে থাকা বৃদ্ধাটির মাজাজ হল খিটখিটে।
তোমার ভালোবাসায় ক্লাসের নাম্বার ওয়ান ছেলেটি হল বিজ্ঞানী
তোমার ভালোবাসায় পাশের গ্রামের ছেলেরা খেলে অসাধারণ ডাংগুলি।

তোমার ভালোবাসায় অনেকেই পেল কবিপ্রান
তোমার ভালোবাসায় বাবাটি হারাল তার একমাত্র সন্তান।
তোমার ভালোবাসায় তোমার চাচার মতো বয়েসের লোকটি হল নির্লজ্জ
তোমার ভালোবাসায় করেছে অপরাধ কলেজের ছেলেরা কত জঘন্য।
তোমার ভালোবাসায় রাত পেল দিনের সান্নিধ্য
তোমার ভালোবাসায় গড়ে উঠল মুষ্টিমেয় কতগুলো স্মৃতিস্তম্ভ।
তোমার ভালোবাসায় বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছেলেটি হল ক্রাইম রিপর্টার
তোমার ভালোবাসায় কমার্স মিনিস্টারের ছেলেটি হল গাঁজার দোকানদার।
তোমার ভালোবাসায় মতির ছেলেটি হল গ্রামের গো-রিচার্জার
তোমার ভালোবাসায় দোকান থেকে বাকী নিল পয়সাওয়ালা খরিদদার।
তোমার ভালোবাসায় হাইয়ার স্টাডি ছাড়ল জোড়াসাঁকোর পরিবার
তোমার ভালোবাসায় ভিক্ষার থালা হাতে নিল তৎকালীন জমিদার। 

তোমার ভালোবাসায় বাড়িওয়ালার ছেলেটি হয়েছে চাপাবাজ
তোমার ভালোবাসায় করেছে অনেকেই অন্যায় অপরাধ অশ্লীল শত খারাপ কাজ।

তোমার ভালোবাসায় কৃষকের ছেলেটি ভেঙ্গেছে কত ঘামে ভিজানো অর্থ
তোমার ভালোবাসা না পেয়ে মরেছে মানিকরা মা হারিয়েছে রত্ন। 
তোমার ভালোবাসায় কর্মঠ ছেলেটি কর্ম বিরতি নিয়ে দাঁড়ায় এসে রাস্তায়
তোমার অপেক্ষায় পথ চেয়ে বাদাম আর পেস্তা খায় বস্তায় আর বস্তায়। 
তোমার ভালোবাসায় নানির বাড়িতে থাকা ছেলেটি হল অসভ্য
তোমার ভালোবাসায় ছেলের মতো বয়সী দিবাকরকে দোষী সাব্যস্ত করল উপেন্দ্র।
তোমার ভালোবাসায় মোটা ইনকাম করা ছেলেটি আসল বিদেশ ফেরত
তোমার ভালোবাসায় তোমারই ক্লাসের ইন্টিলিজেন্ট বালকটির গোড়ায় গলদ।
তোমার ভালোবাসায় তোমার হোম টিউটরটি হল রোম্যান্টিক
তোমার ভালোবাসায় তোমার বাসার নিচে ব্ল্যাক টিশার্ট আর নেরু জিন্স পরে দাঁড়ায় গোটাখানেক প্রেমিক।

তোমার ভালোবাসায় সাধারন গ্রেডে বৃত্তি পাওয়া ছেলেটি হল মাদকাসক্ত  
তোমার ভালোবাসায় তোমাকে না দেখে অনেকে হয়েছে তোমার ভক্ত। 

তোমার ভালোবাসায় মিনি বাসের হেলপারটি এসে দাঁড়ায় তোমার পাশে
তোমার ভালোবাসায় আড়াআড়িভাবে বসে থাকা ছেলেটি চোখ মারে একটু হেসে।


0 comments: