recent

মহাকবি ফেরদৌসীর তুমি অমর মহাকাব্য শরৎচন্দ্রের মেজদিদি তুমি তারই লিখা শ্রিকান্ত। আলাওলের তুমি পদ্মবতী, হাকিমের নূরনাম ঈশ্বরের ত...

তুমি আর সাহিত্য



মহাকবি ফেরদৌসীর তুমি অমর মহাকাব্য
শরৎচন্দ্রের মেজদিদি তুমি তারই লিখা শ্রিকান্ত।
আলাওলের তুমি পদ্মবতী, হাকিমের নূরনাম
ঈশ্বরের তুমি হিত প্রভাকর, কায়কোবাদের অশ্রুমালা।
রবীন্দ্রনাথের তুমি সোনার তরী, দ্বিজেন্দ্রলালের হাসির গান
তুমি কামিনী রায়ের আলো ও ছায়া, জমসিমদ্দীনের প্রতিদান।

আল মাহমুদের তুমি সোনালী কাবিন, মায়াবী পর্দা দুলে উঠা
আরব্য রজনীর রাজাহাঁস তুমি, বখতিয়ারের ঘোড়া।
মীর মশাররফের তুমি রত্নবতী, গাজী মিয়ার বস্তানী
প্রেম পারিজাত, তুমি মদিনার গৌরব, আমার জীবনের জীবনী।

শওকতের জননী তুমি, জাফরের বৃষ্টির ঠিকানা
মধুসূদনের তুমি কৃষ্ণকুমারী, গোলামের হাস্নেহানা।
অন্নদার তুমি পথে প্রবাসে তারিই লিখা বিনুর বই
উড়কি ধানের মুড়কি তুমি, রাঙা ধানের খৈ।
সুফিয়ার তুমি একাত্তরের ডাইরী, বঙ্কিমের রজনী
মুনিরের তুমি রক্তাক্ত প্রান্তর, নজরুলের বিদ্রোহী।

বিদ্যাসাগরের শকুন্তলা তুমি, বঙ্কিমের মৃণালিনী
দ্বিজেন্দ্রলালের তারাবাঈ তুমি, রবীন্দ্রনাথের রক্তকরবী।
আবুল ফজলের তুমি শ্রেষ্ঠ গল্প, সমাজ সাহিত্য রাষ্ট্র
নজরুলের তুমি প্রলয় শিখা, আবুল হোসেনের নববসন্ত।
তারাশঙ্করের বন্দ্যোপাধয়ের তুমি পঞ্চপুত্তলী, নাগিনী কন্যার কাহিনী
বিভূতিভূষণের তুমি পথের পাঁচালী, পুটি, হিঙ্গের কচুরী।
বঙ্কিমের তুমি বিষবৃক্ষ, আনন্দমঠ, রাজসিংহ
মাইকেলের তুমি তিলোত্তমাসম্ভব, মেঘনাদবধ কাব্য।

সৈয়দ আলীর তুমি অনেক আকাশ, আবদুল্লাহ মুতীর নতুন দিগন্ত
শওকতের তুমি কাকর মনি, আবদুলের উত্তর বসন্ত।
জসিমউদ্দিনের তুমি রাখালী, বালুচর, নকশিকাঁথার মাঠ
তারিই লিখা তুমি মাটির কান্না, সোজনা বাদিয়ার ঘাট।
শামসুল হকের তুমি বৈশাখী রচিত পঙক্তিমালা, অগ্নি ও জলের কবিতা
নজরুলের তুমি বিষের বাঁশী, সাম্যবাদী, সর্বহারা।
আবু জাফরের তুমি আমার সময়, সহিষ্ণু প্রতীক্ষা
মনিরুজ্জামানের তুমি বিপন্ন বিষাদ, প্রতনু প্রত্যাশা।

জ্ঞানেন্দ্রমোহনের তুমি সাড়ে তিন হাজার শব্দ সংবলিত বাংলা ভাষার অভিধান
শরৎচন্দ্রের বিপ্রদাশ তুমি, বিন্দুর ছেলে দেবদাস।
শামসুরের তুমি রৌদ্র করোটিতে, বিধ্বস্ত নীলিমা
নজরুলের তুমি বিদ্রোহী কবিতার বেনু বিনে গান গাওয়া।
মুজতবা আলীর তুমি দেশে বিদেশে, অবিশ্বাস্য ময়ূরকণ্ঠী
জীবনানন্দের তুমি ঝরা পালক, ধূসর পান্ডুলিপি।

রোকেয়ার মতিচুর তুমি, বঙ্কিমের দুর্গেশনন্দিনী
দীনবন্ধুর লীলাবতী তুমি, নবীন তপস্বিনী।
মানিক বন্দ্যোপাধয়ের তুমি প্রাগৈতিহাসিক, পদ্মা নদীর মাঝি।
রবীন্দ্রনাথের তুমি শেষের কবিতার, সমাপ্তি।

0 comments: