যেমনি হোক জব চাই আমি, একটি হলেও চলে
পকেট খরচের টাকা নাই আমার, পড়ছি এখন জলে
সাঁতার জেনেও জল খেয়ে, ফুপিয়ে ফুপিয়ে কাঁদি
জব একটা হবেই তোর, বুঝিয়ে বলেন দাদি
পাত্রী পক্ষ দেখতে এসে বলে কি কর বাছা
আমি তখন মুখ ঘুরিয়ে চেঁচিয়ে ডাকি চাচা
চাচা আমার চাকুরীজীবী, ভালো আছেন বেশ
দেশের নাই দশেরও নাই, বউয়ের পোষা মেষ
চাকুরীর জন্য ঘুরছি কত? পড়ছি কত পায়ে
এমাউন্টের হের-ফের হলে রাস্তা মাপেন ভায়ে
বস খুব কুশলী মানুষ, সেক্রেটারি বলেন কথা
তাহার ফি আলাদাভাবে দিতে হবে যথা
কথা-যথা ঠিক ঠাক আছে, আরো আছে তেল
আইনী শক্তির মারপ্যাঁচে আমি করেছি আবার ফেল
যাইহোক, লস খেয়ে আমি, উঠে দাঁড়াই আবার
ঘোড়ার চালটা খেলতে হবে, জীবন বাজী দাবার
এসআই জবে টাকা লাগে, ব্যাংক জবে বৈ কি
ভাইবা বোর্ডে প্রশ্ন করে, দই আনছ ভাই কি
আমি হইলাম বুয়েটিয়ান, প্রফেশনাল বিবিএ
মায়ে-ঝিয়ে ঝগড়া করলে কার পক্ষ তুমি নিবে
উদ্ভট যত প্রশ্নে সবে ভাইবা লাগে বোরিং
পিচ্ছিদের সাথে মন চায় আমার ধরি গিয়া ফড়িং
ব্রেকআপ হইল জব নিয়া, আবারও একই ইস্যু
জিএফ রে পারি না বুঝাতে ডাইকা তোরে যীশু
গার্লফ্রেন্ড আমার ট্টিট চায় শুধু, কেএফসি’র সেই ঘরে
দুইসমকোন ডিগ্রি নিয়ে মনটা ভাংগে ঝড়ে
দেখতে আমি স্মার্টা আছি, সিজিপিএ ও জোস
মোচ না রাইখা দাঁড়ি রাখছি সেটাই আমার দোষ
0 comments: