recent

তোমাকে প্রশ্ন করা হয়েছিল, “পৃথিবীর সমস্ত সুখ কোথায়?” উত্তরে তুমি বলেছিলে, “যেখানে হৃদয় শান্তি পায়।” তোমাকে প্রশ্ন করা হয়েছিল, “আ...

তোমার উত্তর


তোমাকে প্রশ্ন করা হয়েছিল, “পৃথিবীর সমস্ত সুখ কোথায়?”
উত্তরে তুমি বলেছিলে, “যেখানে হৃদয় শান্তি পায়।”

তোমাকে প্রশ্ন করা হয়েছিল, “আপনি কার সঙ্গ চান?”
উত্তরে তুমি বলেছিলে, “যে দূরে ঠেলিয়া মুহূর্তেই কাছে টানিয়া লয়।”

তোমাকে প্রশ্ন করা হয়েছিল, “কোথায় মৃত্যু অবধি থাকতে চান?”
উত্তরে তুমি বলেছিলে, “যেথায় মায়ের কোলের মতো উষ্ণতা পাওয়া যায়।”

তোমাকে প্রশ্ন করা হয়েছিল, “ভালোবাসা যায় কীভাবে?”
উত্তরে তুমি বলেছিলে, “ক্ষনিকের জন্য আড়াল হলে হারিয়ে ফেলার ভয়ে।”

তোমাকে প্রশ্ন করা হয়েছিল, “চির সুন্দর বস্তু কী?”
উত্তরে তুমি বলেছিলে, “মানবের প্রশস্ত মন।”

তোমাকে প্রশ্ন করা হয়েছিল, “জীবনের সফলতা কোথায়?”
উত্তরে তুমি বলেছিলে, “সকলের বিনম্র শ্রদ্ধায়।”

তোমাকে প্রশ্ন করা হয়েছিল, “ঈশ্বর কাকে ভালবাসেন?”
উত্তরে তুমি বলেছিলে, “যে নিস্বার্থ সৃষ্টিকে ভালবাসে।”

তোমাকে প্রশ্ন করা হয়েছিল, “আপনি কেমন পৃথিবীর প্রত্যাশী?”
উত্তরে তুমি বলেছিলে, “উর্বর ভূমি, চির সরল প্রকৃতি আর ইচ্ছার বৃষ্টির পৃথিবী।”

তোমাকে প্রশ্ন করা হয়েছিল, “আপনি কেমন আছেন?”
তুমি নিরব ছিলে।।



0 comments: