recent

অসম দৃষ্টিতে নিস্তব্ধ পৃথিবী খন্ড চাঁদের স্নিগ্ধতায় শিহরিত হয় না আজন্ম ক্রীতদাস ভেবে উজার করে দেয় না তার প্রশস্ত বক্ষ শুধু কান...

অসমতা


অসম দৃষ্টিতে নিস্তব্ধ পৃথিবী
খন্ড চাঁদের স্নিগ্ধতায় শিহরিত হয় না
আজন্ম ক্রীতদাস ভেবে
উজার করে দেয় না তার প্রশস্ত বক্ষ
শুধু কান্নার রোলে সৃষ্টি করে প্লাবন
আর মহামারীতে মরে বহু মহীয়ান মনিষী

তবুও পৃথিবী অভিমানহীন
বাঁচিয়ে রাখতে পারে না তার সূর্য সন্তানদের
দুকে দুকে মৃত্যুর স্বাদ আস্বাদন করে এক একটি বর্নহীন দেহ
লাগামহীন অসমতার আর্শিবাদে
স্ব স্ব স্থানে প্রতিষ্ঠা পায় বীভৎস ধ্বংস
আর ধ্বংস থেকে সৃষ্টি হওয়ার পাঁয়তারা
সৃজনশীল উদ্যমীকে দাঁড় করিয়ে দেয়
ইতিহাসের গিলোটিনের সম্মুখে।


0 comments: