একটি নিশ্চিহ্ন পথ।
শুকনো পাতা দিয়ে মোড়ানো।
বাতাসে পাতার মড় মড় শব্দের প্রতিধ্বনি হয়।
সে শব্দ নিশ্চিহ্ন পথের প্রান্তে পৌঁছে না।
সৃষ্টি করে না কর্নে অনুরনসে শব্দ কেবল ভূ-কম্পিত করে;
জাগিয়ে তোলে নাম না জানা সহস্র পাতা।
ঘুমন্ত পাতা নব জাগরিত হয়;
শিহরিত হয়- প্রান্তদ্বয়।
শিহরিত হয়- পাতার গাঁয়ে লেগে থাকা আবর্জনা।
চিরনিদ্রিত পাতার আচমকা নিন্দ্রা ভেঙ্গে যাওয়া;
তবুও ঘুমের ঘোরে-নিশ্চিহ্ন পথের মঞ্চে নৃত্য করে;
সৃষ্টি করে ঘূর্ণিপাক
উন্মাদ হয় নতুন জোয়ারে
সে কি উন্মাদনা!
মায়ের হারিয়ে যাওয়া সন্তানকে বহুদিন পর ফিরে পাওয়ার উন্মাদনা
শত প্রাচীর ভেঙ্গে শত বুক বিদীর্ন করে ফিনকি রক্তে রংধনু আঁকার উন্মাদনা।সে এক রক্ষপুরের রাক্ষসীর উন্মাদনা!
তবুও উন্মাদনার জয় দিকে দিকে-
ধ্বংসের মাঝেও যে ভালবাসার স্তুপের জন্ম;
স্তুপের রন্ধ্রে বের হওয়া ধোঁয়ার কোন্ডলী;
সে ততটা দৃষ্টিগোচর নয়;
ঠাণ্ডা জ্বলেও তা ধমবার নয়;
যা আছে তা আঁকড়ে ধরে প্রজ্বোলিত হয়।
একের ছোঁয়ায় আরেক শিক্ত হয়।
একের রসে আরেক পুষ্ট হয়।
একের স্পর্শে আরেক কাতর হয়।
একের ভালোবাসায় আরেক তৃপ্ত হয়।
লজ্জিত হয় পলকহীন দৃষ্টির অভিসম্পাত দেখে;
সে অভিসম্পাত-কোন নগরী ধ্বংসের নয়;
নয় কোন গোখরা সাপের ছোবল অসহায়ে;
নয় কোন ঘৃণিত দেশদ্রোহীর পর।
সে অভিসম্পাত-সৌহার্দ্য ভেঙ্গে কাউকে গহিন নির্বাসনে পাঠানোর;
সে অভিসম্পাত উষাপতির বিভা ঘন শর্বর দিয়ে ঢেকে দেওয়ার;
সে অভিসম্পাত ভূপালের আত্নতুষ্টিতে বধ অধিরাজ্যের;
সে অভিসম্পাত পশুরাজের আতঙ্কিত ধ্বনির।
শুকনো পাতা দিয়ে মোড়ানো।
বাতাসে পাতার মড় মড় শব্দের প্রতিধ্বনি হয়।
সে শব্দ নিশ্চিহ্ন পথের প্রান্তে পৌঁছে না।
সৃষ্টি করে না কর্নে অনুরনসে শব্দ কেবল ভূ-কম্পিত করে;
জাগিয়ে তোলে নাম না জানা সহস্র পাতা।
ঘুমন্ত পাতা নব জাগরিত হয়;
শিহরিত হয়- প্রান্তদ্বয়।
শিহরিত হয়- পাতার গাঁয়ে লেগে থাকা আবর্জনা।
চিরনিদ্রিত পাতার আচমকা নিন্দ্রা ভেঙ্গে যাওয়া;
তবুও ঘুমের ঘোরে-নিশ্চিহ্ন পথের মঞ্চে নৃত্য করে;
সৃষ্টি করে ঘূর্ণিপাক
উন্মাদ হয় নতুন জোয়ারে
সে কি উন্মাদনা!
মায়ের হারিয়ে যাওয়া সন্তানকে বহুদিন পর ফিরে পাওয়ার উন্মাদনা
শত প্রাচীর ভেঙ্গে শত বুক বিদীর্ন করে ফিনকি রক্তে রংধনু আঁকার উন্মাদনা।সে এক রক্ষপুরের রাক্ষসীর উন্মাদনা!
তবুও উন্মাদনার জয় দিকে দিকে-
ধ্বংসের মাঝেও যে ভালবাসার স্তুপের জন্ম;
স্তুপের রন্ধ্রে বের হওয়া ধোঁয়ার কোন্ডলী;
সে ততটা দৃষ্টিগোচর নয়;
ঠাণ্ডা জ্বলেও তা ধমবার নয়;
যা আছে তা আঁকড়ে ধরে প্রজ্বোলিত হয়।
একের ছোঁয়ায় আরেক শিক্ত হয়।
একের রসে আরেক পুষ্ট হয়।
একের স্পর্শে আরেক কাতর হয়।
একের ভালোবাসায় আরেক তৃপ্ত হয়।
লজ্জিত হয় পলকহীন দৃষ্টির অভিসম্পাত দেখে;
সে অভিসম্পাত-কোন নগরী ধ্বংসের নয়;
নয় কোন গোখরা সাপের ছোবল অসহায়ে;
নয় কোন ঘৃণিত দেশদ্রোহীর পর।
সে অভিসম্পাত-সৌহার্দ্য ভেঙ্গে কাউকে গহিন নির্বাসনে পাঠানোর;
সে অভিসম্পাত উষাপতির বিভা ঘন শর্বর দিয়ে ঢেকে দেওয়ার;
সে অভিসম্পাত ভূপালের আত্নতুষ্টিতে বধ অধিরাজ্যের;
সে অভিসম্পাত পশুরাজের আতঙ্কিত ধ্বনির।
0 comments: