নীরার জন্য আমি সেদিন করেছিলাম পণ
নাই বা দেব আর কাউকে আমার কচি মন
ফের তারপর যাচ্ছিল ভালো, আমার দিনকাল
ইলিশ ঝোলে কাঁচা লংকা, লাগে না তাতে ঝাল
এ পাড়ায় ও পাড়ায় ঘুরে বেড়াই, সন্ধ্যা আসি বাড়ি
কান মলিয়ে বাবা তখন আমায় দেন জাড়ি
জাড়ি খেয়ে আমি খোকন, ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদি
পাশ থেকে আসে যদিবা আমার যাদু দাদি
দাদি আমার খুব লক্ষ্মী, গল্প শুনায় অনেক
নীরার মতো নায়িকা থাকে, তার গল্পে হরেক
গল্পে গল্পে ঘুমিয়ে পড়ি, উঠে দেখি একি
বিছানায় আমি শিস দিয়েছি, লজ্জা আমার সে কি
নীরার যদি জানেতে পারে, আমার সাথে আড়ি
আর উঠবে না আমার পিঠে, চালাতে সে গাড়ি
তখন আমার কি হবে আর, বিরহবাসন ছাড়া
নীরা আর বলবে না আমায়, যাসনে খোকন, দাঁড়া
নীরার সাথে হবে না রস, আগের মতো শত
মুখ ফিরিয়ে যাবে চলে, করে মাথা নত
পিছু থেকে যদিবা আমি ডেকে হইবা সাড়া
নীরা তখন অনেক দামী, মিটারে উঠে ভাড়া
নীরা সে কি ভুলে গেছে, লজেন্স খাওয়ার কথা
বাকী আছে সাতাশ টাকা, দোকানী জানে ব্যথা
বিনিমিয়ে কি, পেয়েছি আমি? নীরার ভালোবাসা
সুড়সুড়ি দিয়ে তোরা কেউ, পারলে আমারে হাসা।
0 comments: