recent

বসন্তের কোন এক পড়ন্ত বিকেলে আবেগে বশীভূত হয়ে হাঁটছ তুমি হেলে দুলে অচেনা এক পথের প্রান্ত ধরে ঝিঁ ঝিঁ পোকার চিৎকারের সুরে খুব খোঁ...

মেয়েটি পথহারা


বসন্তের কোন এক পড়ন্ত বিকেলে
আবেগে বশীভূত হয়ে হাঁটছ তুমি হেলে দুলে
অচেনা এক পথের প্রান্ত ধরে
ঝিঁ ঝিঁ পোকার চিৎকারের সুরে
খুব খোঁজছ এদিক ওদিক মাথা নেড়ে
তোমার পথ ভুলে গিয়ে
খোঁজছ তুমি অরণ্যে হারিয়ে
গোধূলি লগ্ন কেটে গেলে
হঠাৎ তুমি ভীতু হয়ে
চারদিকে তাকাচ্ছ বারেবারে
আবেগের ছলে, গহীন বনে
পথ ভুলে গেছি একবারে
কি করি? হায়! এখন তবে
মা বকবে আচ্ছাভাবে
মায়ের বকনি বাদই দিয়ে
ভূতের ভয়ে বরফ হয়ে
হারিয়েছি ভাষা চিরতরে
ঠোঁট কাঁপছে ধীরে ধীরে
জলের তৃষ্ণায় প্রান ফাটে যে

এমনি করে কাটলে সময়
আমি ভাবি মনকে ফিরাই
ভূত বলে কিছু নাই যে ধরায়
হঠাৎ করে এক শব্দ করে
পড়ল ডাল গাছের হয়ে
ভূত বুঝি আসছে তেড়ে
নিতে আমার প্রান পাখিরে
ভয়ে মোর প্রান যে যায়
আমি বলি এখন কি উপায়
পিছনে আমি ফিরে দেখি
শুকনো ডাল পড়ছে খসে
গাছের ঐ মাথা থেকে
এখনো মোর কাঁপছে যে বুক
এ বুঝি আসল যে ভূত

ঐ বুঝি ভূত পিছন থেকে
ঝাপটে ধরে চোখ বন্ধ করে
অচেনা এক রাজ্যে নিয়ে
মুক্তা মহর হাতে তোলে
বলবে- এগুলো তোমার তরে
সাজ তুমি বধূ রূপে
করব বিয়ে খনিক বাদে
হঠাৎ আমি আঁতকে উঠে
বলি। কি ভাবছি আমি এসব নিয়ে
মোর চিন্তার ব্যাপক প্রসার
এই ভেবে মোর হাসি ফোটে
বাহ-বাহ দিচ্ছি নিজকে নিজে

দূর থেকে এক ক্ষীণ আলো
আসছে ধেয়ে আমার পানে
এবার আমি নিশ্চিত যে
এখনই আমি পড়ব ধরা
পালাবার নাই কোনো ইচ্ছা
এক দৃষ্টিতে চেয়ে চেয়ে
দেখছি আমি আলোকেরে
আস্তে আস্তে স্পষ্ট হয়ে
বনের আঁধার দূরীভূত করে
আসল এক আলোক কুন্ড
আমার সামনে শান্ত হয়ে
কিছুক্ষণ জলে নিবিড়
নিভে গেল ধমকা তরে
আচমকা এক শব্দ হঠাৎ
ভেসে আসল আমার কর্ণে

আমি বলি, কে তুমি হে?
পরিচয়টা দিয়ে দাও মোরে
কোথা থেকে আসলে কি বা
এ অরণ্যের মাঝখানে
ওপার নিশ্চু হয়ে
নিচ্ছে কথা মাথা ভরে
উত্তরের অপেক্ষায় আমি তখন
মরিয়া যে একেবারে
তবুও সে বলছে না কথা
তার এত কিসের ব্যথা
ব্যথায় তো আমিও আছি
বলেতো একাই যাচ্ছি
এবার আমি আর না পেরে
এক নাগারে প্রশ্ন করে
বিব্রত এখন নিজেই নিজে
কার সাথে আমি বলছি কথা
সে কি এখানে আছে একা
অন্ধকারে তার পাইনি দেখা
এখন আমি সত্যি ভয়ে
আরো কাতর জীর্ন হয়ে
হঠাৎ এক বুদ্ধি চেপে
পায়ের কাছে থেকে ঢিল নিয়ে
মেরেছি এক বরাবর সরে

আহ্ আহ্ শব্দ করে, বলছে আমায় বারেবারে
কেন তুমি মারছ মোরে?
কী অপরাধ আমার তরে?
বল, এই গহীন বনে
জানবেনা সেটা জনে জনে
তোমার খোঁজে এখানে এসে
বল কি আমার এ-ই প্রাপ্য
প্রথম দিলে কথার পিটুনি
পরে দিলে মার
এখন মোর কি করার আছে
বল আগে তার

স্বরটা খুব পরিচিত! মানুষটি কে?
এটা আমি পারব না বলতে এই গহীন অরণ্যে
চিন্তার গভীরতা কতখানি আমার। সেটা’তো আমি জানি
চিন্তায় গেলে সেটা আমি বলতে পারব এখুনি
ততটুকু সময় নেই যে আমার; তোমার নামটা কি?
বাছা ছেলে! কে তুমি? বল, নামটা শুনি।

কখনো আমি পাইনি চোট, এতটুকু দিলে
আজ বুঝেছি, তোমায় ভালোবাসে নিজকে জড়িয়ে
বড় ভুল করেছি জীবনে
কত ব্যথা দিতে পার; দাও দেখি মোরে
আজকে আমি বুক ভরা ব্যথা নিয়ে যাব এই অরণ্য ছেড়ে।।
   


0 comments: