recent

দু মেরুর দূরুত্বে বিস্তৃত এ পৃথিবীততে আমি ইউক্যালিপটস হয়েও অবকাশ যাপন করি শুধু সুবিশাল আকাশ আর আকাশ ভরা তারা আমাকে আন্দোলিত করে ...

একটি প্রশস্ত হৃদয়ের তরে আর্তনাদ


দু মেরুর দূরুত্বে বিস্তৃত এ পৃথিবীততে
আমি ইউক্যালিপটস হয়েও অবকাশ যাপন করি
শুধু সুবিশাল আকাশ আর আকাশ ভরা তারা
আমাকে আন্দোলিত করে
মাঝে মাঝে মিষ্টি বাতাস দল তার সঙ্গী হওয়ার আহ্বান জানায়
কিছুটা এগিয়ে গিয়ে শিকরের টানে আবার ফিরে আসি
রোদ্র আর পাখিদের সাথে মিতালি আমার প্রত্যহ
কিন্তু তারা ক্ষনিকের জন্য আমার চৈত্যনকে মুখরিত করে
ভোরের সোনালি রোদে-
যখন আমার রিষ্ট-পুষ্ট হওয়ার প্রাদুর্ভাব চলছে
তখন হঠাৎ অজানার সুর আমাকে মৃত্যুর দুয়াড়ে নিয়ে যায়
মায়ের ভালোবাসায় আবার ফিরে আসি।

পাখিদের কথায় আসা যাক
আমি রাজমুকুট পরে স্বমহিমায় স্থির কিন্তু খানিকটা চঞ্চল
তারা দক্ষ নতুর্কির ন্যায় তাদের উড়নচণ্ডী নৃত্যে
আমাকে বিমোহিত করে
আমি স্বপ্নলোকে হারাই
তাদের স্পর্শেই আমার বিভোর স্বপ্ন ভাঙ্গে
আমি তাদের নিয়ে স্বপ্নের জাল বুনি
তারা আমার দেহ কুঠিরে ঘর বাঁধে
সমগ্র শীতলতা আর উষ্ণতা তাদের তরে আমি সমর্পণ করি
আমার দেহে তাদের আগলে রাখি
কিন্তু আকাশের অঝর কান্নায় বা সমুদ্রে জন্ম নেওয়া ভারি বাতাসে
তারা আমার পাশে থাকে না
আমাকে আগলে রাখে না
পালিয়ে প্রান বাঁচালেও আমার খোঁজে আর আসে না
আমাকে বেঁচে থাকতে হয়;
আমার প্রানের জন্য আর আমার ভালবাসার জন্য

মিনতি আজ এই দ্বিখন্ডিত পৃথিবীতে
একটি প্রশস্ত বাহু চাই
যে বাহু ডোরে বন্দী থাকব আজীবন
যে বাহুর শিকলের ফাঁকে দেখা যাবে
পাখির মুক্ত উল্লাস আর বৃষ্টিস্নাত কদমের লাবন্যতা।

আরো চাই একটি প্রশস্ত হৃদয়
যে হৃদয় সমুদ্র কল্লোলে পালহীন তরী অনায়াসে গৌন্তব্যে পৌঁছে দেয়
যে হৃদয় ভালোবাসার মৃত্যুতে নিথর হয়।

সমস্ত প্রানের দাবীটুকুতে যখন বশীভূত এ ফাঁদ

একটি প্রশস্ত হৃদয়ের তরে শুধু আর্তনাদ।

0 comments:

অভিশাপ দিচ্ছি ওদের , যারা ম্যাডামকে দিল জেল আর কত খেলবি তোরা , ম্যাডামকে নিয়ে খেল ম্যাডাম খুব জনপ্রিয় , ইহাই কি তার ...

ম্যাডাম


অভিশাপ দিচ্ছি ওদের, যারা ম্যাডামকে দিল জেল
আর কত খেলবি তোরা, ম্যাডামকে নিয়ে খেল
ম্যাডাম খুব জনপ্রিয়, ইহাই কি তার দোষ
ম্যাডাম যেদিন গদিতে বসবে, সেদিন হবে হুশ
বেহুশ হয়ে সেদিন তোরা পালিয়ে যাবি কোথা
যেখানে পাব সেখানে তোদের ফাটিয়ে ফেলব থোতা
ব্যথার চোটে কাঁদবি তোরা, পাবি না কোনো বেড
এমন ফন্দি ফাঁদব শালা, মইরা হবি ডেড
মরেও তোদের মরন নাই, পিষিয়ে মারব তোদের
তখন তোরা বুঝবি শালা, কেমন ব্যথা গোদের
চিনবি তোরা তখন আমায়, বাবা বাবা রবে
বিষ্টা এনে ঢেলে দিব, তোদের বাচাল জেভে
কোন মুখে বলিসরে তোরা, আমার ম্যাডাম বাজে
শূয়রের মুখে কেমন করে, দেবতার কথা সাজে
কেমন করে দিলিরে তুই, আমার ম্যাডামকে জেলে
আশায় আছি একদিন তোকে, পিষিয়ে মারব রেলে


মিথ্যা মামলায় ফাঁসাশনে তোরা, আমার ম্যাডামকে আর
রোজ হাশরে পাবি তোরা, এই আমলের হার
আমার ম্যাডাম মিস বাংলাদেশ, রূপে জ্বলে আগুন
সেই রূপে ইউরিয়া ছাড়াই, খেতে ফলে বাগুন
ম্যাডাম খুবই সোজাসাপ্টা, স্ক্রিপ্ট তাহার জানা
স্ক্রিপ্ট ছাড়া করতে পারেন না, কাউকে তিনি মানা
এমন ম্যাডাম তোমরা বাহে, কে দেখছ কবে
গোপালগঞ্জের নামটা চেঞ্জ, তাকে দিয়েই হবে
ম্যামের জন্য রেখেছি জীবন, রেখেছি মরন বাজি
ম্যামের জন্য পাড়ায় পাড়ায়, ছ্যাঁচড়া নেতা সাজি
হাজী সাজি, পাজি সাজি আরো সাজি গাজী
ম্যাম যদি বলেন একবার, হিজড়া হব আজি
ম্যামের কথায় উঠব বসব, করব সভা মিছিল
ম্যামের জন্য রাখব গায়ে, আস্ত একটা আঁচিল
ম্যাম যদি বলে বাছা, আগুন লাগিয়ে আস
জ্বালিয়ে দেব অর্ধবাংলা, হাসো তোমারা হাসো

ম্যাডাম হচ্ছে স্বচ্ছ জলে, ধোয়া তুলসি পাতা
এতিমের টাকা মেরে খেয়ে, তিনিই আবার দাতা
মায়াকান্নায় ঝাড়ান তিনি, দুচোখ দিয়ে নহর
কারন ছাড়াই বেরুন নিয়ে, আস্ত গাড়ির বহর
গণতন্ত্রের মানসকন্যা তিনি, আমার ম্যাডাম জিয়া
২১ আগস্ট, গ্রেনেড হমালায়, একটু কাঁপেনি হিয়া


ম্যামের ছবি বুকে রাখি, চাই না থাকুক নোটে
রাজাকাররা আছেন ভালো, মেমসাহেবের জোটে
মেমসাহেবের ছত্রছায়ায়, এদিক সেদিক ঘুরে
রক্তে মাখা লালা পতকা, তাদের হাতে উড়ে
মন্ত্রী সভায় বসিয়ে তাদের, বিলের খোলেন দ্বার
বঙ্গবন্ধুর চাইনে বিচার, মাটিতে আর
পেট্রোল বোমায় মরল কত, দগ্ধ হয়ে আগুন
তিনি তখন খেতে ছিলেন, জেঠার বিয়ের মাগুন
অসুস্থতার নামে ঘুরেন তিনি, ঢাকা থেকে ভেনিস
আমার ম্যাডাম ওয়ান অ্যান্ড অনলি, একটা মাত্র জিনিস

পুত্র তাহার সুপুত্র হায়, দেশের তরে কাঁদে
দশের টাকা লুটিয়ে নিয়ে, বিদেশেতে ভাগে
ব্রেটেনে বসে বলে কথা, আওয়াজ তুলে তুলে
দেশকে কবে দিতেন বেঁচে, যদি থাকতেন রুলে

সাক্ষী থেক আকাশ-বাতাস, সাক্ষী থেক পাখি
ম্যামের জন্যই পুরো হৃদয়, ম্যামের জন্যই রাখি
ম্যামের জন্য দিয়ে দেব, পুরো হৃদয় সেঁচে

আর কখনো উঠব না আমি নাক ঝাড়িয়ে হেঁচে।

0 comments: