অনেকের আছে অনেক কিছু, আমার কিছু নাই
লাগবে না আর কিছু আমার, আমার আছে ভাই।
ভাই আমার কিউট আছে, হেয়ার কাটও বেশ
ব্যালেন্স দেখতে প্রেস করে না কীবোর্ডের হ্যশ
হ্যশ আছে বেশও আছে, আর কি চাই তার
লাইফ লং ওয়ারেন্টি দিলে লাগে না কিছু আর।
ঐ দেখা যায় ভাই এসেছে, হাসিমাখা মুখে
ভাইকে ঢের বুঝবি তোরা, যখন থাকবি দুঃখে
সুখে যেমন ছিল ভাইজান, দুঃখেও তেমন পাশে
ভাইয়ের দান লিখে রাখিস, হিজরী সনের মাসে
হাজার পৃষ্ঠা লিখে গেলেও, যায় কি ভাইকে লেখা
এক সেকেন্ডও ব্যয় না করে, পারলে লিখে দেখা
ভাইয়ের জন্য তোরা থাকিস, নতুন গাড়ি বাড়ি
ভাইয়ের জন্যেই দিতে পারিস, হরহামেশা জারি
জারি-সারি সবই তোদের, ভাইয়ের কারনে জানা
ভাইয়ের কারনেই গেছিস তোরা, দু'দুইবার ঘানা
ভায়ের ইচ্ছাই খাওয়াপরা, ভাইয়ের ইচ্ছাই কাম
ভাইয়ের পিছু ঘুরে ঝরাস, সারে সোয়া টন ঘাম
ভাইয়ের বোনকে আপি ডাকিস, ভাইয়ের ওয়াইফকে ভাবি
ভাই'ই তোদের কাম-বাসনার, একটি প্রানের দাবি
ভাইয়ের জন্য পারবি তোরা, রাখতে জীবন বাজী
ভাইয়ের গালে একটি চুমো, দিয়ে দেখা আজি।
যে যাই বলুক ভাই যে আমার দশের ভিতর এক
স্বর্নের খনি ফেলে গেলও ঘাড় করে না ব্যাক
জরি, পরি, শিউলিরা ভাইয়ের অনেক ফ্যান
ভাইয়ের পিছু ছাড়বে না তারা, চালালেও ভাই ভ্যান
গ্যনগেনানি-প্যনপেনানি লাগে না ভাইয়ের ভালো
অ্যানন্যুনকে ডেকে ভাই পুলাইটলি বলে হ্যালো
এফবিতে ভাই অনেক ফেমাস, সামিয়া অরিন জারা
এতো কি সহজ ভাইকে পাওয়া, না হয়ে আত্নহারা
যারা তোমরা দুধের মাছি ঘুরছ ভাইয়ের পিছু
ভাইয়ের কথায় উঠবে বসবে, করবে গরম হিসু।
আমরা যারা শুভাকাঙ্ক্ষী, ভাইকে মানি দেব
ভাইয়ের নামে বাজে কথায়, টেনে তুলব জেব।
ভাইয়ের জন্য তুলব আমরা, এক সমুদ্র হাঁচি
সংসার ধর্ম ফেলে আজও, ভাইয়ের জন্যই বাঁচি
ভাইয়ের কথায় উঠি-বসি, ভাইয়ের কথায় হাসি
ভাইয়ের চাওয়াই পূর্ণ করে, বউকে ডাকি মাসি
ভাইয়ের জন্য হলাম আমি, তালুকদার থেকে ঘোষ
ভাইকে নিয়ে রোজ দুপুরে, হয় যে স্বপ্নদোষ
ভাইয়ের জন্য ভুলেছি আমি, সংসার ধর্ম জাতি
ভাইয়ের কথায়ই জন্ম দিব, আড়াই ডজন নাতি
ভাইয়ের দুঃখে দম ফাটে হায়, ভাইয়ের কষ্ট ভোগায়
ভাইকে নিয়ে অশালীন কথা, শুনলে মারব হোগায়
ভাই যে আমার সাত রাজার ধন, রাজ্যবিহীন রাজা
ভাইয়ের হাত ধরেই আসে, বার্মা থেকে গাজা
তারপরও ভাই পুতঃপবিত্র, ওস্তাদ আলহাজ্ব হাজী
কুমারীর দল ভাইকে পেতে, এখনও অনেক রাজী
ভাইয়ের শার্ট সুঘ্রাণ ছড়ায়, সাথে তাহার মোজো
ভাইয়ের নাম নিতে হলে, দুবার লাগে অজু
ভাইয়ের কথা মেনে আমরা, চলি এখন সোজা
ভাইয়ের নামে ওরস করি, মাসে রাখি রোজা
ভাইয়ের চোখে সর্গ ভাসে, ভাইয়ের চোখে নরক
দেখ না চেয়ে ভাইয়ের চোখে, ধু ধু মহাসড়ক
কে দেখেছ? কি দেখেছ? ভাইকে এবার সুধাও
ভাইয়ের খুশিতে সবাই মিলে মোমবাতিতে ফুঁ দাও।
এইতো সেদিন ভাই-ব্রাদার গেলাম একটু চিলে
মমতা ব্যানার্জী পেইন দিয়েছে, সেনসেটিভ এই দিলে।
কত বড় সাহস মমতা তোমার, নেইকো জানের ভয়
বাঘের পেটে মহিষের বাচ্চা, এমনি এমনিতে হয়
ভাই যে আমার সোনার টুকরু, নেই তাহাতে খাঁদ
পুরো অঙ্গ মমতায় ভরা, একটি কোষও নেই বাদ
ভাইয়ের পিছু ঘুরছ যারা, নেক নজর পাওয়ার আশে
আকাশ জানে-বাতাস জানে, জানে ভাদ্র মাসে
চাইলে ভাই সব দিয়ে দেয়, যখন যে যা চায়
ভাইয়ের কথা ভুলে গেলে, মারব তোদের পাছায়।
দেখ না চেয়ে ভাইয়ের সাথে, আসছে দক্ষিন হওয়া
সাধন বিনে এক জনমে, যায় কি ভাইকে পাওয়া
ভাই কি তোদের সবার নাকি, কেন ডাকিস ভাই
এই জীবনে না পেলেও ভাইকে, পরজীবনে চাই।
ভাইয়ের জন্য ফ্রি স্পেস, রেখেছি আমার র্যামে
ফের-জনমে নারীই হব, পড়ব ভাইয়ের প্রেমে।
ভাইকে তোরা আদর করে, ডাকস যারা ভাইয়া
ভাইকে কবে খেয়ে দিতি, ভাই যদি হতেন মাইয়া।।
0 comments: