নীলিমা মিশ্রিত আনত চোখগুলো তোমার
যেন লজ্জার প্রহর কাটে না সেথায়
নিভো নিভো পলকে শিথিল করে দেয়
আমার প্রেমান্ধ হিয়া
বিস্ময়ে এতটুকু শংকা কাজ করে না সেথায়
শুধু অবিরাম নীলের ঝিলিমিলি ছড়ায়
সূর্যকিরণ প্রায়ই অবাক নয়নে স্তম্ভিত হয়
কখনো আকাশ পানে একরাশ অভিযোগ ছুড়ে দেয়
নিত্য উচ্ছ্বসিত আকাশ ব্যথিত ভারাক্রান্ত অঝর নয়নে কেঁদে
একাকার করে
দিগন্তের মিতালি
আর তুমি স্বপ্নসম হয়ে ক্লান্ত-সন্ধ্যায় ভিজে আচ্ছাদিত হও
আমার আঙিনায়
সৌন্দর্যদূত অপেক্ষার প্রহর গুনে মিছে মিছে
কখন অজান্তে তোমার ভেজা চুলের ঘ্রানে
স্বচ্ছ নদী জলের ডাঙায় হারায়
প্রত্যাবর্তিত হয় এক সৌন্দর্যতমা ঘ্রানময়ী পৃথিবী পানে
কিন্তু আমি ডালিম গাছের আড়ালে ভিজে করুন হই।
পশ্চিম-পূর্ব ভুলে স্তম্ভিত থাকি সারারাত।
সবুজ ওষ্ঠদ্বয় দিব্যমোতিতে সচকিত করে আমায়।
তোমার নিলাজ প্রাঙ্গনের ধ্যানমন্ত্রে তন্দ্রাচ্ছন্ন আমি
নাগিনীর হাতে প্রানোৎসর্গ করে দেই
তা-ও রয়ে যায় বিস্মৃতির তলে।
0 comments: