মাই লর্ড!
আমি স্বীকার করে নিচ্ছি
আমি বিকৃত মস্তিষ্কের;
আমার শিরায় উপশিরায় দূষিত যৌনরস।
আমার অর্ধ পাকস্থলী যৌন খাদ্যে পূর্ত
আমার রুচিহীন কামরুচিবোধ
আমার নোংরা অশালীন যৌনবাসনা।
আমার অসাধুতা ও আমার কলঙ্কিত অসাদাচরন
আর সবচেয়ে বড় নিকৃষ্ট পরিচয়;
আমি মানুষ না; ধর্ষক।
মাই লর্ড!
নারী; পৃথিবীতে এক সর্গীয় সুখানুভূতির নাম।
এক পরমানন্দ; এক আনন্দানুভূতি নাম।
যার উদরেই পরম আদরে আমার যাত্রা
তারপরই সীমাহীন আকাশ দেখার নামে;
পৃথিবীতে আমার আবির্ভাব; বেড়ে উঠা, বিচরণ।
সুঠাম, সুন্দর মুখশ্রী, নান্দনিক অভয়বে আবির্ভূত আমি
এই আমিই পরক্ষনে নিজকে আবিষ্কার করলাম;
আমি মানুষ না; ধর্ষক।
মাই লর্ড!
আমি শৈশব থেকে কৈশোর; যৌবন থেকে বৃদ্ধা
কতবার যে ধর্ষণ করেছি
তার কোনো ইয়াত্তা নেই।
আমি চোখে ধর্ষন করেছি
আমি প্রশ্বাসে ধর্ষন করেছি
আমি বাকযন্ত্রে ধর্ষন করেছি
আমি হাতের তর্জনীতে ধর্ষন করেছি
আমি পুরুষাঙ্গে ধর্ষণ করেছি।
মাই লর্ড!
আমার হীন চোখ সশব্দে খুঁজে বেড়িয়েছে
জামার ফাঁকেফাঁকে নারীর সুডৌল স্তনদ্বয়।
দলিথমথিত করে টেনেছিড়ে খুবলে খাওয়ার অনুপ্রাস ছিল সর্বাধিক।
পাদদেশ থেকে উরু-গ্রিবা-চিবুক
সবই আমি নখের আঁচড়ে থেতলে দিয়েছি।
রঞ্জিত করেছি- লোহিত রক্ত কণিকা আর শ্বেত রক্ত কণিকার ফিনকিতে
ঘাড়ে বসিয়ে দিয়েছি মাংসাশীদের ক্ষুধার্ত কামড়।
উপরিভাগ ছাড়িয়ে নিন্মভাগে এসে আমি খুঁজে বেড়িয়েছি
যোজন যোজনের বর্বরতা!
যেখানে যোনিকে সৃষ্টির বিকাশের প্রধান প্রবেশদ্বার ভাবা হতো না।
ছিন্নবিচ্ছিন্ন করা হতো কুৎসা-অপবাদে
রটানো হতো অজস্র অশরীরী বেনামি কাব্য।
সেই অনুরূপ কাজটিই আমি করছি সানান্দে
যদিও আমি বর্বর যুগের অধিবাসী নই;
তবুও বর্বর চুম্বনই আমার ওষ্ঠ-অধরে উর্বর।
আমি লর্ড!
মিলন; এই সুখের জন্যই আমার যত নোংরামি।
ছন্দহীন, গন্ধহীন, বর্ণহীন, মাত্রাহীন নোংরামি।
মিলনের নামে মহামিলনের গাঢ় রসালো নির্যাস আমি পাইনি,
পৃথিবীতে মিলনের একমাত্র অভিন্ন তুলনাতীত সর্গীয় সুখানুভূতি আমি পাইনি;
বরং পেয়েছি মিলনের বিষাদ বিদগ্ধ ভৎসর্না।
অসহায়ত্বের বলি হয়ে ধর্ষিতার নির্লিপ্ত অশ্রুহীন রোদন;
আমাকে পশুত্বের আচ্ছাদন খুলে উলঙ্গ করেনি।
আমাকে ঈশ্বরের প্রতিদ্বন্দ্বী করেছে, অভিশপ্ত করেছে।
তাইতো আমি রক্তে মাখা বিক্ষত ধর্ষিতাকে;
শরৎতের আকাশ দেখতে দেইনি।
শ্রাবনের হিমেল হাওয়ায় বৃষ্টির ঝাপটায় শিহরিত হতে দেইনি।
বসন্তের অম্রমুকুলের মুহুর্মুহু গন্ধে স্নান করতে দেইনি।
হাজার বৎসর অবিরাম বর্ণীল দিগন্ত দেখতে দেইনি।
আমি তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করেছি
আমি তার স্তন ছিঁড়ে হত্যা করেছি
আমি তার যোনিদেশ নিঙরিয়ে হত্যার নোঙর তোলেছি
আফসোস! মিলনের অপ্রাপ্তি নিয়েই তার মৃত্যু।
মাই লর্ড!
সুন্দর এই ধরায় আমি কখনো দুচোখ ভরে আকাশ দেখিনি
শুভ্র মেঘের ভেলায় ভাসিনি
একটি ফুটন্ত গলাপের সাথে অস্ফুটে হেসে কুটিকুটি হইনি
দুচোখ মেলে রংধনু দেখিনি
ঝর্ণার জলের সাথে একফোঁটা আনন্দাশ্রু মিশিয়ে একটি নদীর বন্দনা গাইনি।
আমি কখনো মিলনের স্বাদ পাইনি
কাউকেও স্বাদ পেতে দেইনি।
আমি বিভৎস; আমি কলঙ্ক।
মাই লর্ড
আমাকে মৃত্যুদন্ড দিন
আমি মানুষ না; ধর্ষক।
0 comments: