তাজরিন আত্নতৃপ্তির এক সুদৃঢ়
নাম
তাজরিন বর্নোজ্জ্বল এক প্রভাতে
উদ্দাম স্বাধীনতার নাম
তাজরিন কেবলই এক বিমুগ্ধ
সুখানুভূতির নাম
তাজরিন পৃথিবী পানে প্রত্যাবর্তিত
এক তারার নাম
তাজরিন এক স্বপ্নের নাম
তাজরিন মেঘাচ্ছন্ন আকাশে রংধনুর
নাম
তাজরিন বিনম্র এক শ্রদ্ধার নাম
তাজরিন অনবদ্য এক মহাকাব্যের নাম
তাজরিন হাজারো সহায়হীনের এক
আশ্রয়ের নাম
তাজরিন একটি প্রবাহমান নদীর নাম
তাজরিন একটি প্রশস্ত হৃদয়ের নাম
তাজরিন একটি পাল তোলা নৌকর নাম
তাজরিন একটি পৃথিবীর নাম
তাজরিন একটি জীবনের নাম
তাজরিন এক আলো-আধারি ছায়ার নাম
তাজরিন আমৃত্যু কৃতজ্ঞ হয়ে বেঁচে
থাকার নাম
তাজরিন ফেলে আসা শত বিচ্ছেদের
অভিমান ভাঙার নাম
তাজরিন চিরায়িত এক সত্যের নাম
তাজরিন একটি বিশ্বাসের নাম
তাজরিন গাঢ় অন্ধকারে নির্মল আলো
প্রক্ষেপণকারী একটি প্রদীপের নাম
তাজরিন উর্ধ্ব আকাশ থেকে ভেসে আসা
এক সুমধুর সুরের নাম
তাজরিন কেবলই জন্মান্ধ এক মায়ার
নাম
তাজরিন বিমূর্ত এক অপরূপা
চিত্রময়ীর নাম
তাজরিন বর্ষার পলিতে পরাগায়ন
মুখরিত-দোলায়িত সোনালি ফসলের নাম
তাজরিন বহু ক্রোশ হেঁটে আসা এক
পথিকের প্রত্যাশিত ঠিকানার নাম
তাজরিন এক তুলনাহীনা আদর্শের নাম
তাজরিন বর্ণিল এক হাসির নাম
তাজরিন পৃথিবীর দু’মেরুর মিলনের নাম
তাজরিন এক প্রার্থনার নাম
তাজরিন এক ইতিহাসের নাম
তাজরিন শত স্পর্শে নিঃশব্দ, সাড়াহীন;
এক মগ্নতায় ডুবে থাকার নাম
তাজরিন একটি সুপ্ত হৃদয়াকাঙ্খার
নাম
তাজরিন একটি নক্ষত্রখচিত আকাশের
নাম
তাজরিন জীবন সমুদ্রে এক
উচ্ছ্বাসিত জোয়ারের নাম
তাজরিন মরা গাঙে বারিধারার বর্ষনে-
সৃষ্ট প্লাবনের নাম
তাজরিন চোখ ধাঁধানো এক যাদুর নাম
তাজরিন বৈকাল হ্রদের গভীরে একটি
পূণ্য আবির্ভাবের নাম
তাজরিন সৌরভ মুখরিত পুষ্প
সমারোহের নাম
তাজরিন জীবন সায়াহ্নে বাকরুদ্ধ এক
অভিপ্রায় এর নাম
তাজরিন এক মহামায়া অথবা এক
মায়াময়ীর নাম
তাজরিন শিশির ভেজা এক মুক্ত
প্রাঙ্গনের নাম
তাজরিন নিখুঁত সত্যে-আত্নপক্ষ
সমর্থনের নাম
তাজরিন স্রষ্টার এক অদ্বিতীয়া
সৃষ্টির নাম
তাজরিন কল্যাণময় শত ত্যাগের নাম
তাজরিন একটি মানবিক নাম
তাজরিন সকল উপমা জলাঞ্জলি দেওয়া
আপন মহিমায় চির উদ্ভাসিত এক নাম
তাজরিন ক্ষুদ্র জীবনে এক
আর্শিবাদের নাম
তাজরিন ধর্মীয় এক অনুশাসনের নাম
তাজরিন কেবলই এক অতৃপ্ত মুগ্ধতার
নাম
তাজরিন অনাবিল এক ঝর্নার নাম
তাজরিন অনিবার্য একটি অভ্যুদয়ের
নাম
তাজরিন নববধূর মাধুর্য মিশ্রিত
একটি নকশিকাঁথার নাম
তাজরিন সূচনালগ্ন একটি সভ্যতার
নাম
তাজরিন নিস্তব্ধ একটি ব্যকুলতার
নাম
তাজরিন দীপ্তচোখে বারংবার
ঔদাসীন্যে অবগাহনের নাম
তাজরিন আগুনের লেলিহান শিখায়
দাঁড়িয়ে অশ্রু সংবরন করার নাম
তাজরিন হৃদয় মন্দির লন্ড-বন্ড করে
দেওয়া একটি ঝড়ের নাম
তাজরিন এক প্রখ্যাত ইত্যিহের নাম
তাজরিন এক স্বপ্নাবিষ্ট নাম
তাজরিন এক উচ্ছ্বাসের নাম
তাজরিন মনোহরী এক ইন্দ্রিয়
অনুভূতির নাম
তাজরিন উৎফল্ল হৃদয়ে নির্বাসিত
হওয়ার নাম
তাজরিন একটি প্রেরণার নাম
তাজরিন একটি শ্রুব্র মোহের নাম
তাজরিন জগদীশ্বরের চোখে ঘোর
সৃষ্টি করা- একটি কালজয়ী রঙের নাম
তাজরিন একটি বাধাহীন অক্ষাংশের
নাম
তাজরিন রক্তিম আভা মিশ্রিত একটি
শিউলি ফুলের নাম
তাজরিন একটি ভাষার নাম
তাজরিন অলিখিত একটি প্রেমময়ী
চুক্তির নাম
তাজরিন একটি অসীম প্রতিজ্ঞার নাম
তাজরিন উজ্জ্বল কেশী, সুখী, শৌখিন
এক বিদ্যানুরাগীর নাম
তাজরিন একটি সংকল্পের নাম
তাজরিন বিভীষিকাময় পথে মৃত্যু
অবধারিত জেনেও
এক সুবর্ণ সায়াহ্নের দার
পরিগ্রহনের নাম
তাজরিন একটি দুঃসাহসের নাম
তাজরিন সূর্যচন্দ্রালোকিত নবপ্রস্ফুটিত
স্বপ্নাভিভূত এক নূতনসৃষ্ট লাবণ্যের নাম
তাজরিন একটি জ্যোৎস্না শোভিত
রাত্রির নাম
তাজরিন জল-স্থল-অন্তরীক্ষে রহিত
নিদর্শনের নাম
তাজরিন পৃথিবীর সপ্ত-আশ্চর্যের
নাম
তাজরিন আয়ত-পদ্মলোচনা একটি
অম্রমুকুলের নাম
তাজরিন একটি নীলরঙা সাগরের নাম
যে কিনা যথেষ্ট অভিমানী;
তবুও আবিরাম কাছে টানে।
তাজরিন একটি রূপকথার নাম
তাজরিন অসূর্যস্পশ্যা অন্তঃপুরী
এক রাজকন্যার নাম
তাজরিন প্রথমা আকাশ বিদীর্ন করে
উঁকি দেওয়া এক নববর্ষার নাম
তাজরিন কারুকার্য সজ্জিত এক
পূজনীয় প্রতিমার নাম
তাজরিন পূর্নিমাতিথিতে অলংকার
আচ্ছন্ন এক শুভলগ্নের নাম
তাজরিন চাঁদের অমাবস্যায় হৃদয় অববাহিকায়
পরমানন্দময় এক প্রনয়ের নাম
তাজরিন সহস্রবার প্রতিজ্ঞা ভঙ্গ
করে দেখা এক অপূর্ব সৌন্দর্যরাজ্ঞীর নাম
তাজরিন স্বর্নলেখায় অঙ্কিত-মায়াসিংহাসন
মণ্ডিত এক জগজ্জয়ী অনন্যতার নাম
তাজরিন শুধুই গুণের প্রতাপ
প্রতিপত্তি কিংবা রূপের জৌলশ নয়
তাজরিন সকল দৃষ্টির অগোচরে
পৃথিবীর একমাত্র ঐশর্য।।
তাজরিন সুশ্রী-শুচি অভয়বে
রূপ-রস-গন্ধ বিলিয়ে অবিরাম বয়ে চলা এক সৌন্দর্যস্রোত।
তাজরিন শ্রদ্ধাভরে অবনমিত শিরে
একটি আদ্র সবুজ পুষ্প কিংবা একটি সদ্য প্রসবজাত পত্র-পল্লবের নিকট একটি মৌমাছির
শালীন গুঞ্জন।
তাজরিন শুধুই সৌন্দর্যের আধার
কিংবা লীলাভূমি নয়;
তাজরিন সৌন্দর্যের এক অভয়ারণ্য।।
0 comments: