recent

আমি এমন কাউকে চাই যে কিনা নতুন আর পুরাতনের মিশ্রন যাকে ছোঁয়ে দিলে আটাশ বয়সী প্রাণ নিমিষেই আঠারোতে এসে গড়াগড়ি খায় শৈশবে এসে নাচিন...

আমি এমন কাউকে চাই



আমি এমন কাউকে চাই
যে কিনা নতুন আর পুরাতনের মিশ্রন
যাকে ছোঁয়ে দিলে আটাশ বয়সী প্রাণ নিমিষেই আঠারোতে এসে গড়াগড়ি খায়
শৈশবে এসে নাচিনাচি করে
অল্পতে ভায়না ধরে
কিংবা হঠাৎ পঞ্চাশোর্ধ বয়োজ্যেষ্ঠের ন্যায় একগাদা অভিজ্ঞতার ফুলঝড়ি শুনায়।
গুরুগম্ভীর থাকে অকারন
ভুলেও ত্রুটি করা যাবে না
এমন বাধ্যবাধকতা সবখানে
আমি ঠিক তেমিন কাউকে চাই। 

আমি এমন কাউকে চাই
যার শরীর থেকে পুকুরের শেওলা জমা পানির গন্ধ আসবে
আবার এই শরীর থকেই গন্ধ আসবে ইট-কংক্রিটে ঘেরা আবদ্ধ পানির।
আমি ঠিক এমন কাউকে চাই।

আমি এমন কাউকে চাই;
যে তিরাশি বছরের দাম্পত্যে একবারও আমাকে তুমি বলে ডাকবে না
আপনি বলেই সম্বোধন করবে। 
আবার সেই মানুষটিই;
তুচ্ছার্থক তুই সর্বনামে আমাকে হাজার বছরের তার একক উত্তরাধিকারী করে নিবে।
আমি ঠিক এমন কাউকে চাই। 

আমি এমন কাউকে চাই
যে সবকিছুরই সুন্দর একটি অর্থ খুঁজে। 
আমি এমন কাউকে চাই
যে প্রেম নয়; প্রণয় ভালোবাসে।

1 comment: