recent

একদিন দুপুর বেলা ঘুমচ্ছিলাম। হঠাৎ দেখি হিটলার সাহেব আমার রুমে। মনে করলাম কমলাকান্তের দপ্তর পড়ে আমার ও আফিমের নেশায় ধর...

হিটলারের সাথে কাটানো মুহূর্ত

একদিন দুপুর বেলা ঘুমচ্ছিলাম। হঠাৎ দেখি হিটলার সাহেব আমার রুমে। মনে করলাম কমলাকান্তের দপ্তর পড়ে আমার আফিমের নেশায় ধরেছে। বললাম, জনাব আপনি এখানে?
হিটলার: কেন আসতে মানা আছে নাকি?
আমি: না জনাব মানে, আমি অবাক হয়েছি।
হিটলার: কেনো?আমি: না মানে এই দুপুর বেলা, তা কি খাবেন বলুন
হিটলার: আমি আজ তিন দিন দরে উপোস কিছু খাব না
আমি: তা কি মনে করে এলেন?হিটলার: তোদের দেখতে, আর তোদের জেনারেশন এর কিছু শব্দ আমার বোধ গম্য নয় তা জানতে?আমি: যেমন?হিটলার: ধর অস্থির, সেই, জিনিস, গেবন এইসব ওয়ার্ড।
আমি: এসব এর মর্ম উদ্ধার করতে আপনাকে আবার জন্ম নিতে হবে
হিটলার: বলিস কি রে, তাহলে তো আবার তৃতীয় বিশ্ব যুদ্ধে লাগবে রে
আমি: এই যে আপনি এত ইহুদী হত্যা করলেন এতে আপনার কি লাভ হলো?হিটলার: আমি এটাই ভেবে পাই না যে তোদের মানবতা বোধ আজ কোথায়?যখন ফিলিস্তিনে ইসরাইল হাজারো শিশু কে হত্যা করে। তখন তো তোরা কিছু বলিস না? শুধু ফেসবুক তিন চার তা পোস্ট করে ক্ষান্ত হয়ে যাস? তারপর আর কোনো খবর থাকে না
আমি: আমাদের পক্ষে তো ওখানে যেয়ে প্রতিবাদ করা সম্ভব না।
হিটলার: আমি তো নিজের জাতির জন্য প্রাণত্যাগ করেছি। আর তোরা সামান্য প্রতিবাদ করতে পারিস না। আমি: বয়স হয় নি।
হিটলার: শোনলাম! তুই নাকি মহামানব হয়ে গেছিস? তুই নাকি প্রেম ভালোবাসা মোহ অভিমান সকল কিছুর উর্ধে?আমি: না জনাব! এইসব কেমন হুমায়ুন আহমেদ এর হিমু উপন্যাসের মধ্যে সম্ভব। আমি হিমু নই।
হিটলার: এইযে তোরা ফেসবুক ইউজ করিস তা তোদের কোনো ভ্যাট দেয়া লাগে না। শুনলাম তোদের দেশ নাকি প্রাইভেট ভার্সিটি তে ভ্যাট দেয়া লাগে?আমি: জনাব এর সম্বন্ধে আমার কোনো ধারণা নেই।
হিটলার: তোরা নাকি আজকাল চাঁদে স্যাটেলাইট পাঠাইছস। তোরা জাতি হিসেবে অনেক উন্নত হয়ে গেছিস আমি: দোয়া করবেন
হিটলার: আমার একটা প্ল্যান আছে, সেটা হলো তোদের বাসায় এখন থেকে আমি থাকব।
আমি:ধুর মশাই! কেনো বাজে বকেন
হিটলার: আমি আমার জাতির জন্য কত কিছু করলাম কিন্তু জাতি তা বুঝলো না। উল্টো আমাকে দোষী সাব্যস্ত করলো
আমি: স্যার এটা মনুষ্য জাতির রোগ। এই যে গাদ্দাফি লিবিয়ার জন্ন্য কত কিছু করলো কিন্তু পরিণাম হল মৃত্যু।
হিটলার: কিরে তুই দেখি dictatorship believe করিস
আমি: স্যার এক কাপ চা খাবেন
হিটলার: দে দেখি
আমি :স্যার আপনি মনে হয় আজকে একটু বেশি খেয়ে ফেলেছেন!
হিটলার: একটা আমার অভ্যাস। দে তোর একটা লুঙ্গি দে পড়ি। এই কোর্ট পরে আর প্যান্ট পরে নিচে ঘা হয়ে গেছ
আমি: ছি নিজের পুত্র এর সমান সরি নিজের নাতির সমান একজন এর সামনে এসব বলতে আপনার লজ্জা করে না?হিটলার: তোরা তো সব ইচড়ে পাকা! তোদের সামনে আবার লজ্জা কিসের?আমি: যাই বলুন না কেন?আমরা কিন্তু কোটা আন্দোলন এর জন্যে রাজপথে নামি।
হিটলার: তার জন্য আবার তোরা রাজাকার এর বাচ্চা উপাধি লাভ করিস?আমি: স্যার, ঐদিকে আর যাইয়েন না। ঐটা রাজনৈতিক বিষয়। আপনি এখন আসতে পারেন। একটু পরে ভ্লাদিমার পুতিন আর ডোনাল্ড ট্রাম্প আসবেন। ওনাদের দুঃখ বেদনা প্রকাশ করতে।
হিটলার: তুই দেখি অনেক নামী লোক হয়ে গেছিস
আমি: কাল রাতে শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন, উনি তার নতুন কবিতা আমাকে শুনিয়ে গিয়েছেন। হিটলার: বলিস কি?আমিঃ আরো শুনেন, কাল রাতে জনাব স্টিভ জবসও এসেছিল। তিনি বলেন যে তিনি নাকি আমাকে একটা আইফোন 39 gift করবেন,হিটলার : ধুরে সর। আমি আজকে থেকে তোর খাটে ঘুমাবো।
আমি : মানে কি?হিটলার : মানে হল পানি ভাত।
আমি: ধুর মশাই! যান এখান থেকে। একটু পর রীতিমত আমাদের মধ্যে যুদ্ধ শুরু হল। তখন আমার ঘুম ভেঙে গেলো। উঠে দেখি পাশে চায়ের কাপ আর লুঙ্গি পড়ে আছে। কিন্তু জনাব হিটলার নেই। বোধ হয় আফিম নেশা বই পড়া থেকে শুরু হতে পারে

0 comments: